নাটোর সংবাদদাতা : ১৮ দলের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।

নাটোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সোমবার দুপুরে কানাইখালী পুরনো বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)