কুয়াশায় অবরুদ্ধ দিল্লি
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে। কুয়াশার ফলে বন্ধ রাখা হয়েছে সড়ক, রেল ও বিমান যোগাযোগ।
ঘন কুয়াশার কারণে রবিবার রাত থেকে দিল্লিতে ৫০ মিটারের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। ফলে ইন্দারা গান্ধী বিমান বন্দরের ৮৯টি ফ্লাইট শিডিউলে ব্যাঘাত ঘটেছে। বাতিল করা হয়েছে ২৭টি ফ্লাইট।
দিল্লির কিছু এলাকায় ১০ মিটারের কম জায়গা দৃষ্টিগোচর হওয়ায় সড়কপথেও যানবাহনের গতি ছিল কম। ফলে মহাসড়ক ও শহরের ভেতরের রাস্তায় দেখা দেয় তীব্র যানজট। এ ছাড়াও রবিবার রাত থেকে দিল্লিতে কমপক্ষে ২৮টি ট্রেনের শিডিউলে ব্যাঘাত ঘটেছে।
ভারতের মধ্যপ্রদেশে রবিবারের সর্বনিম্ন তাপমাত্র ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে প্রদেশের কেন্দ্র দিল্লিতে কুয়াশা ছিল অন্য এলাকার চেয়ে অনেক বেশি।
(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)