দ্য রিপোর্ট প্রতিবেদক : একটানা চার কার্যদিবস উর্ধমুখী থাকার পর সোমবার দেশের উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। দিনের শুরুতে উভয় বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও দুপুর ১২টার পর বাজার নিম্নমুখী হয়। দিনশেষে একই প্রবণতায় লেনদেন শেষ হয়।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্রড ইনডেক্স দিনশেষে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকা বাংলা ফাইন্যান্সের। দিনভর এ কোম্পানির ২৩ লাখ ৬৬ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ১৬ কোটি ৯৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩১৪ পয়েন্টে। এ দিন ডিএসইতে লেনদেন হয় ৩৭০ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা। অর্থাৎ সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয় ৪২ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ সোমবার সিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ১৭ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ৬, ২০১৪)