সমঝোতার ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : আদালত
দ্য রিপোর্ট ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে দুইজন প্রাপ্ত বয়স্কের মধ্যে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে না বলে রায় দিয়েছেন ভারতের রাজধানী নয়া দিল্লির এক বিচারক। একই সঙ্গে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে ‘অনৈতিক’ ও তা ‘প্রত্যেক ধর্মের প্রথা বিরোধী’ বলেও উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
বিয়ে করার প্রতিজ্ঞা করে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে না করার অভিযোগে এক মামলার রায়ে বিচারক ভিরেন্দার বাট রবিবার এ আদেশ দেন।
এর আগে এক ভারতীয় নারী তার এক সহকর্মীর বিরুদ্ধে ২০১১ সালে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন।
আদালত শুনানি শেষে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেয়। একই সঙ্গে এটা ধর্ষণ হিসেবে গণ্য হবে না বলেও উল্লেখ করা হয়।
ভারতে বিয়ের আগে শারীরিক সম্পর্ক সংস্কৃতিগতভাবেই নিষিদ্ধ।
গত বছরও দিল্লির একটি আদালত এ ধরনের সম্পর্ককে ‘অনৈতিক’ ও পশ্চিমা সংস্কৃতির ‘জঘন্য সৃষ্টি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)