দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে রবিবার দুপুরে নির্বাচনী সহিংসতায় আহত শিবিরকর্মী আসাদুজ্জামান (১৮) সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউপির বেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন দুপুরে সংঘর্ষে আসাদুজ্জামান গুরুতর আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার সময় তিনি মারা যান।

দিনাজপুরে এ নিয়ে নির্বাচনী সহিংসতায় মোট ছয়জন নিহত হলেন। এর মধ্যে বীরগঞ্জে দুজন, পার্বতীপুরে আনছার সদস্যসহ তিনজন এবং দিনাজপুর সদর উপজেলায় একজন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)