বিশ্বনাথে হামলায় আ.লীগ নেতাসহ আহত ৩
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে যুবদলের হামলায় লাঙ্গল প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা ও যুবলীগকর্মীসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা রকন মিয়া (৪১), তার ছোট ভাই আমজাদ মিয়া (৩৫) ও তাদের বাবা সমশেদ আলী (৬০)।
উপজেলার খাইয়াখাইড় নতুন বাজারে সোমবার সকালে এ ঘটনা ঘটে। দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর পরিস্থিতি শান্ত হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও দুপুরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। আহতদের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় যুবদল নেতা কপি মিয়া (৩৫), সাহেল মিয়া (২৫), বাবুল মিয়া (২২), বাদশা মিয়া (২৩), আইয়ব আলী (৪১) ও ছাদেক মিয়ার (৩২) নেতৃত্বে হরতালের সমর্থনে নতুন বাজারের রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং ও বিক্ষোভ করেন। এ সময় যুবলীগ নেতা রকন ও তার ভাই আমজাদ বাধা দিলে পিকেটাররা তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
এর আগে, নির্বাচনের দিন ওই যুবদল নেতারা ধীতপুর ভোটকেন্দ্রে আসা ভোটারদের বাধা দেওয়ার কারণে তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা রকন ও যুবলীগকর্মী আমজাদের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের ধারণা এরই জের ধরে এ ঘটনার সূত্রপাত।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)