দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে তা আমরা বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন মাঠে সোমবার বিকেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতায় বিশ্বাস করেন তারাই নির্বাচনে এসেছেন। যারা দেশের স্বাভাবিক পরিস্থিতি ও গণতন্ত্রে বিশ্বাস করেন না তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি।’

সামনের দিনে আইনশৃ্ঙ্খলা বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনগণের জানমাল নিয়ে খেলবে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

নির্বাচনে কত শতাংশ ভোটার উপস্থিতি ছিল এই বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সব হিসাব-নিকাশ করে এ বিষয়ে জানাবেন।’ তা ছাড়া জনগণ যতটুকু ভোট দিয়েছে তাই যথেষ্ট বলেও উল্লেথ করেন তিনি।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/সা/জানুয়ারি ০৬,২০১৩)