দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আমি কারো দুর্নীতির প্রটেকশন দেব না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামার সম্পদ বিবরণী নিয়ে নিজ দলীয় মন্ত্রী-এমপিদের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজদের আমি প্রটেকশন দেব না। যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আয় বাড়া স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকভাবে কারো আয় বেড়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এসে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। সবার সম্পদ এমনিতেই বৃদ্ধি পেয়েছে। যারা চাকরি করেন তাদেরও বেতন বাড়ানো হয়েছে। ফলে মাথাপিছু আয় বেড়েছে।’

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে সম্পদের হিসাবের বিষয়টি খেয়াল রাখতে হবে। যেমন আমার বিয়ের সময় সোনার দাম ছিল ১৩০ টাকা ভরি। এখন সোনার দাম অনেক বেশি। সে হিসেবে সম্পদের দাম অনেক বেড়েছে। এভাবে অনেকের সম্পদের পরিমাণও বেড়েছে। যদি কেউ দুর্নীতির মাধ্যমে সম্পদ বাড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/আরকে/জানুয়ারি ০৬, ২০১৪)