দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছর যেন চিত্রনায়ক সাইমন সাদিকের। তার হাতে বর্তমানে ১২টি চলচ্চিত্র রয়েছে। আর এ নিয়েই তিনি নিজের ক্যারিয়ারকে অনেক উপরের দিকে নিয়ে যাবেন, বলে আশা প্রকাশ করেছেন।

নতুন কাজ প্রসঙ্গে সাইমন বলেন, ‘১২ জানুয়ারি থেকে এফডিসিতে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে। নজরুল ইসলাম খান পরিচালিত এ চলচ্চিত্রে আমার বিপরীতে রয়েছেন পরীমনি। মুজতবা সৈয়দের কাহিনী ও সংলাপে এই চলচ্চিত্রে রানা প্লাজা দুর্ঘটনাকে তুলে ধরা হবে।’

২০১৩ সালে সাইমন অভিনীত ‘পোড়ামন’ চলচ্চিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারপর বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। সাইমন বলেন, ‘এ পর্যন্ত চারটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। শাহাদাৎ হোসেন লিটনের ‘তোমার কাছে ঋনী’, রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, এ জে রানার ‘তোর লাগি পরাণ কান্দে রে’, শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’। এ বছরেই মুক্তি পেতে পারে।’

তিনি আরও বলেন, ‘নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’, এ জে রানার ‘অজান্তে ভালোবাসা’, দেবাশিষ বিশ্বাসের ‘হৃদয়ে গ-গোল’, ইফতেখার চৌধুরীর নাম চূড়ান্ত না হওয়া চলচ্চিত্রে কাজ করছি। যেগুলোর শুটিং এই বছরের মধ্যেই শেষ হবে।’

চলচ্চিত্রগুলোতে সাইমনের বিপরীতে অভিনয় করছেন ববি, তমা মির্জা, সারাহ জেরিন, মৌমিতা, সিনথিয়াসহ বেশকিছু নবাগত অভিনেত্রী।

নতুন বছরের প্রত্যাশা নিয়ে সাইমন বলেন, ‘নতুন বছর আমার জন্য নতুন আলো নিয়ে এসেছে। ২০১৪ সালে আমার অভিনীত ১০টি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি চলচ্চিত্রে অভিনয় নিয়েই থাকতে চাই।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)