দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সারাদেশে সহিংসতায় নিহত হয়েছেন ৫জন। দিরিপোর্ট২৪ ডটকমের সংবাদদাতাদের সোমবার সন্ধ্যা পর্যন্ত পাঠানো খবর

চাঁদপুর : পুরানবাজার এলাকায় সকাল ১০টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়। তার নাম মোহাম্মদ আরজু (১৬)। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমীর জাফর জানিয়েছেন, আরজুকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক কর্মী। ঘটনার পর চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ঝিনাইদহ : হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর বাজারে গুলি ও বোমা হামলায় উপজেলা বিএনপির সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন (৫৬) নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা পলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বসেছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

জামালপুর : ইসলামপুর রামভদ্রা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী শাহাদাত (৩৫) নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুরে বিএনপিকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। আওয়ামী লীগও একই এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বটতলা এলাকার রামভদ্রা বাজারে মুখোমুখি হয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপিকর্মীদের দায়ের আঘাতে ঘটনাস্থলে আওয়ামী লীগকর্মী শাহাদত মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর এ প্রসঙ্গে জানান, সকালে হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল হয়নি। এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।

চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলায় রবিবার রাত ২টায় পিকেটারদের ছোঁড়া ঢিলের আঘাতে প্রাণ গেছে ট্রাকচালক ওয়াসিমের। এলাকার হাসমতের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলায় । চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল : মির্জাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুল আলিম (৩৮) উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ।

ওসি গোলাম মোস্তফা জানান, বেলা ১টার দিকে ফিরোজ গ্রুপের কর্মী আব্দুল আলিম নিজ বাড়ি সোহাগপাড়ার লালবাড়ি যাচ্ছিলেন। সোহাগপাড়া বাজার এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

(দিরিপোর্ট২৪/এইচএস/এমএইচএস/অক্টোবর ২৮, ২০১৩)