রংপুরে সার্জেন্টের বাসায় আগুন, আহত ৪
রংপুর সংবাদদাতা : রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের কিশামত হরকলি গ্রামে পূর্ব শক্রতার জের ধরে একজন আর্মি সার্জেন্টের বসতভিটায় অগ্নিসংযোগ ও হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এতে তার স্ত্রীসহ বড় ভাই, ভাবি ও ভাতিজা গুরুতর আহত হয়েছেন। দল বেঁধে আসা সন্ত্রাসীরা প্রায় পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের সোনার গহনাসহ জমানো টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আর্মি সার্জেন্ট মো. তৈয়ব আলীর স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পীরপাড়া গ্রামের আব্দুল বাতেনের সঙ্গে আর্মি সার্জেন্ট মো. তৈয়ব আলীর বড় ভাই মোহাম্মদ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় আব্দুল বাতেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে মোহাম্মদ আলীকে মারপিট করে। মোহাম্মদ আলীকে বাঁচাতে এগিয়ে এলে আর্মি সার্জেন্ট মো. তৈয়ব আলীর স্ত্রী নাজমা খাতুন, মোহাম্মদ আলীর স্ত্রী দুলালী বেগম ও পুত্র ইমরান আলীকে বেধড়ক পিটুনি দেয় সন্ত্রাসীরা। এরপর ওই সন্ত্রাসী বাহিনী আর্মি সার্জেন্ট মো. তৈয়ব আলীর ঘরের ভেতর প্রবেশ করে আলমারিতে রাখা তার স্ত্রীর পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের সোনার অলংকার ও জমানো টাকা লুট করে নেয়। স্থানীয় জনগণ এ সময় তাদের ধাওয়া করলে তারা পাঁচ বিঘা জমির পোয়ালপুঞ্জে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় পোয়ালপুঞ্জটি।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রবিউল আউয়ালের নেতৃত্বে একটি টিম প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা জানান, আমি ঘটনাটি শুনেছি। মামলা দায়ের হলে আসামি গ্রেফতারের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/আরআই/এপি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)