সিলেটে ১৮ দল-পুলিশ সংঘর্ষে আহত ৫
সিলেট অফিস : সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার রাত সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের তাঁতীপাড়া এলাকা থেকে ১৮ দলের ১৫-২০ জন কর্মী সিটি সেন্টারের সামনে ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের প্রতিরোধ করতে শটগানের ১০ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশি অ্যাকশনের কারণে ১৮ দলের কর্মীরা পালিয়ে যায়। ওই সংঘর্ষে ১৮ দলের ৫ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে।
(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)