বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচনোত্তর পৃথক সহিংসতায় ২০জন আহত হয়েছে। সোমবার সকালে খাউলিয়া ইউনিয়নে সহিংস হামলায় কমপক্ষে ১০জন গুরুতর জখম হয়। বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে।

অন্যদিকে রবিবার রাতে স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী অফিস, গাড়ি ও বাসভবনে হামলার ঘটনায় আরো ১০জন আহত হয়। নির্বাচনী ফলাফলে বিভিন্ন কেন্দ্র থেকে নৌকা প্রতীকের বিজয়ের খবর আশা শুরু করলে ছাত্রলীগের একটি অংশ মিছিল সহকারে হামলা ও ভাঙচুর শুরু করে।

সোমবার সকাল থেকে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রতীকের কর্মী সমর্থকদের উপর একের পর এক হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয় বড়পরি গ্রামের রহমত ঘরামী (২৮), নুরুল হক হাওলাদার (৫০), হারুন হাওলাদার (৪২), বাবুল হাওলাদার (৪৫), ফোরকান হাওলাদার (২৪), ফরহাদ (২৬), চিপা বারইখালী গ্রামের অহেদ শেখ (৫৮), বাবুয়ান গ্রামের শিপন হাওলাদার (৩২), খাউলিয়া গ্রামের হালিম শেখ (৩৫) সন্ন্যাসী বাজারের ফারুক হাওলাদার (৩০) ও চন্দনতলা গ্রামের মজিবর রহমান (৬৫)।

এ সকল ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। যৌথবাহিনীর টহল ও আটক অভিযানও অব্যাহত রয়েছে। তবে কোনো দুর্বৃত্তকে এ পর্যন্ত আটক করা সম্ভব হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এপি/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)