বেনাপোলে ভারতীয় গাঁজা, ফেনসিডিল ও মদ উদ্ধার
বেনাপোল সংবাদদাতা : বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, মদসহ একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বেনাপোলের রঘুনাথপুর ২৬ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদেরভিত্তিতে বিজিবি সদস্যরা সোমবার সকালে বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ২৮ কেজি ভারতীয় গাঁজা ফেলে পালিয়ে যায়।
অপরদিকে বেনাপোলের পুটখালী ২৩ বিজিবি ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় এপাসি মোটরসাইকেল, ১শ’ বোতল ফেনসিডিল ও ১শ’ ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। আটককৃত মালামাল বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/জানুয়ারি ০৬, ২০১৪)