চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পাহাড়তলীর ঝাউতলা বস্তিতে আগুনে দুইশ’ ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন দেখে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ১জন।

সোমবার দুপুরের দিকে আগুন লাগলে ৩টার দিকে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সাতটি ইউনিট।

দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আগুনে বস্তির ২০০ ঘরবাড়ি পুড়ে গেছে। আগুনের ভয়াবহাতা দেখে মারা গেছে একজন। তারা নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা হামলা চালালে এতে তিনজন আহত হয়। অন্যদিকে খাজা রোড এবং জেলার সাতকানিয়াতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড খলিফাপাড়া এলাকায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে জেলার সাতকানিয়া নলুয়া ইউনিয়নের মৌলভীবাড়িতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা বাড়ির দুই দিক থেকে আগুন লাগিয়ে দিলে ৭ পরিবারের ২১ কক্ষ পুড়ে যায়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)