ইসরায়েলের অসহযোগিতায় কেরির মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ
দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় মধ্যপ্রাচ্যকে একটি ফ্রেমওয়ার্কের আওতায় আনতে ব্যর্থ হয়ে চারদিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের ফেরত দেওয়ার কেরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
দশমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে আসা কেরি ইসরায়েল-ফিলিস্তিন অচলাবস্থা কাটানোর পেছনে বেশিরভাগ সময় ব্যয় করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদা বৈঠক করেন।
মধ্যপ্রাচ্যে এই কূটনৈতিক সফরে তিনি পূর্ব সূচি ছাড়াই জর্দান ও সৌদি আরবে যান।
ইসরায়েলের পত্রিকা মারদিভ এক প্রতিবেদনে জানায়, ১৯৪৮ সাল থেকে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি উদ্বাস্তুদের কয়েকজনকে ফেরত দিতে নেতানিয়াহুকে আহ্বান জানান জন কেরি। কিন্তু নেতানিয়াহু এ আহ্বান প্রত্যাখ্যান করেন।
(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)