সিলেটে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
সিলেট অফিস : সিলেট নগরীর কাষ্টগড় এলাকার এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত পৌনে ৮টায় ৫৪ কাষ্টগড় এলাকার সুমন চক্রবর্তীর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফয়সাল আহমদ দ্য রিপোর্টকে জানান, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেট ফায়ার সর্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসায় রক্ষিত আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। যার আর্থিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)