নৌকায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক!
কক্সবাজার সংবাদদাতা : নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে নিজের স্ত্রীকে তালাক দিলেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায়। আওয়ামী লীগের হোয়াইক্যং ৫ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি মেম্বার ছৈয়দ হোছাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্জরপাড়া এলাকার গোদার ডেইলপাড়ার মৃত হাকিম আলীর পুত্র বিএনপি সমর্থিত দিনমজুর তাজুর মুল্লুকের (৩৬) স্ত্রী উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত মুক্তিযোদ্ধা পাটোয়ারীর কন্যা আনোয়ারা বেগম(৩০)। রবিবারের নির্বাচনে আনোয়ারা বেগম স্থানীয় কাঞ্জরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান বদির পক্ষে নৌকা প্রতীকে ভোট দেন।
এ খবর পেয়ে তেলেবেগুনে ক্ষেপে ওঠেন স্বামী তাজুর মুল্লুক। ভোট দিয়ে ঘরে পৌঁছামাত্রই তালাক দেন স্ত্রীকে। স্বামীর মুখে তালাকের কথা শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে সাত সন্তানের জননী আনোয়ারা বেগম তাৎক্ষণিক স্বামীর ঘর ত্যাগ করেন।
স্ত্রী আনোয়ারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্বাধীন নাগরিকের পরিচয় দেওয়ায় স্বামী তাজুর মুল্লুক ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু। তিনি স্বামী তাজুর মুল্লুকের ধৃষ্টতাপূর্ণ আচরণের শাস্তি দাবি করেন। এ ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
(দ্য রিপোর্ট/আইকে/এপি/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)