মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বর্তমানে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় অবস্থান করছে আটকেপড়া ৫টি ফেরি। সোমবার রাত সোয়া ৯ টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্রশেখর জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের হাজরা ও মাগুরখন্ড চ্যানেলে ছোট-বড় ৫টি ফেরি আটকা পড়েছে। আটকে পড়া ফেরি গুলো শাহ মখদুম, জাহাঙ্গীর, কনকচাঁপা, কলমীলতা ও কাকলি। এই ফেরিগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

তিনি আরো জানান, কুয়াশা কেটে গেলে আটকেপড়া ফেরি উদ্ধার ও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হবে বলেও জানান সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/জানুয়ারি ০৬, ২০১৪)