দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণে শক্তিশালী ঝড়ের আঘাতে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে প্রায় দুই লাখ ২০ হাজার বাড়ির। আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্টি হওয়া ঝড়টি আরও শক্তিশালী হয়ে যুক্তরাজ্য ও ওয়েলসের উপর আঘাত হানে। খবর বিবিসির।

দক্ষিণ উপকূল ঘেঁষে সোমবার সকালে আঘাত হানা এ ঝড়ে দক্ষিণ ব্রিটেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। হিথেরো বিমানবন্দরের ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এম৪৮ সেভার্ন ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জিএমটি সময় ৫টার দিকে নিডলসের ওল্ড ব্যাটারিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৯ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

পরিবেশ এজেন্সি দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ১৩টি বন্যা সতর্কতা দিয়েছে। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে ১৫২টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাজ্যের জ্বালানি দপ্তর দেশটিতে ২ লাখ ২০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নিশ্চিত করেছে।

দেশটির রেলওয়ে সূত্রে জানা যায়, রেল লাইনে একশয়েরও বেশি গাছ পড়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে।

উপকূলীয় অঞ্চলে আঘাত হানা এ ঝড়টি সেইন্ট জুডের নামে নামকরণ করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ২৮, ২০১৩)