চুয়াডাঙ্গা সংবাদদাতা : তীব্র শীতে চুয়াডাঙ্গার জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ জন শিশু।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৬২ জন শিশু। এসব শিশুর বেশির ভাগই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, চুয়াডাঙ্গায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রে লঘুচাপের প্রভাবে হালকা মেঘ আছে। মেঘ দু’একদিনের মধ্যে কেটে যাবে এবং ঠাণ্ডা বাড়বে।

(দ্য রিপোর্ট/আরআর/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)