দিরিপোর্ট২৪ ডেস্ক : পাঁচদিনের সফরে যুকাতরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গেও তার আলাপ হবে। খবর বিবিসির।

এশিয়ার এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সংলাপে আতিথেয়তা করবে যুক্তরাজ্য।

কারজাইয়ের যুক্তরাজ্য সফরে আগামী বছরের এপ্রিলে দেশটির সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্য আফগানিস্তানে স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে কারজাইয়ের কাছে নিশ্চয়তা চাইবে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এমন সময় এ দুনেতারবৈঠক হবে যখন পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে আফগান সরকার।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ২৮, ২০১৩)