দ্য রিপোর্ট ডেস্ক : চলমান সহিংসতা থেকে গুরুত্বপূর্ণ তেল খনিগুলো রক্ষায় যৌথবাহিনী গঠনের ব্যাপারে একমত হয়েছে দক্ষিণ সুদান ও সুদান। সুদানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার এ কথা জানান।

সুদানের প্রেসিডেন্ট বশিরের দক্ষিণ সুদানে সফরের সময় তেল ক্ষেত্রগুলো রক্ষায় একটি যৌথবাহিনী গঠনের অনুরোধ জানায় দেশটি।

তিন সপ্তাহ ধরে চলা সহিংসতা দেশের তেল ক্ষেত্রগুলো এবং ধুঁকতে থাকা অর্থনীতির ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছে দক্ষিণ সুদান।

সুদানের প্রেসিডেন্ট বশির বলেন, দক্ষিণ সুদানের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে এসেছি যেন দক্ষিণ সুদানে শান্তি ফিরিয়ে আনা যায়।

উল্লেখ্য, কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী সহিংসতার পর ২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।

(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)