‘সন্ত্রাসী পরিকল্পনা’র অভিযোগে মার্কিন নারীর ১০ বছরের জেল
দ্য রিপোর্ট ডেস্ক : ‘মারাত্মক সন্ত্রাসী পরিকল্পনা’র অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
৫০ বছর বয়সী মার্কিন নাগরিক কোলিন লা রোজকে এক সুইডিশ চিত্রকরকে খুনের পরিকল্পনার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়। ২০০৯ সালে আল-কায়েদার সহযোগিতায় ওই চিত্রকরকে খুন করতে ইউরোপে যান লা রোজ।
লা রোজ নিজেকে ‘জিহাদ জেন’ নামে পরিচয় দিতেন।
অবশ্য তাকে যাবজ্জীবন দেওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে তদন্তকারী অফিসারদের যথেষ্ট সহায়তার কারণে বিচারক তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।
অবশ্য আইনজীবীরা তাকে ভয়ংকর বর্ণনা করে আরও বেশি শাস্তি আশা করেন।
তবে লা রোজের পক্ষের আইনজীবী দাবি করেন, ছয় সপ্তাহ পরেই কাজ ছেড়ে ফিলাডেলফিয়ায় ফিরে আসেন রোজ।
লা রোজ অবশ্য চার বছর ধরেই জেলখানায় বন্দী।
(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)