নগ্ন দৌড় প্রতিযোগিতার অভিযোগে পাকিস্তানে ৬ তরুণ আটক
দ্য রিপোর্ট ডেস্ক : নগ্ন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ৬ তরুণকে আটক করেছে দেশটির পুলিশ। খবর পিটিআই।
পাঞ্জাবের গরালি পুলিশ চেকপোস্ট সূত্র জানায়, ৬ তরুণ আরিফ, মাসকিন, আরশাদ, ওয়াকার, এহসান ও আবিদ নিজেদের মধ্যে ওই নগ্ন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ী বিশ হাজার রুপি পুরস্কার পাবে।
আয়োজক ও অংশগ্রহণকারী ৬ তরুণই লাহোর থেকে ১২০ কিমি দূরে গুজরাট জেলার নাট গ্রামের অধিবাসী।
স্থানীয়রা বিষয়টি জেনে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুরস্কারের বিশ হাজার রুপিসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা তাদের শাস্তি দাবি করেছে।
(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)