বরফ ঝড়ের শিল্পকর্ম!
দ্য রিপোর্ট ডেস্ক : তুষারপাত আর ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট ও কানাডার বেশিরভাগ এলাকা। এই তুষারপাত ও ঝড়ের কবলে পড়ে মারা গেছে বেশ কয়েকজন। যোগাযোগ ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি অঞ্চল।
কিন্তু এই ছবিগুলো দেখলে কি মনে হবে? মনে হবে বরফের এই ঝড়ও রেখে গেছে শৈল্পিক কিছু চিহ্ন।
যুক্তরাষ্ট্রের মিসিগানের একটি লাইটহাউজে বরফ জমে কি অসাধারণ দৃশ্য! ছবিটি তুলেছেন মার্কিন ফটোগ্রাফার থমাস জাকোস্কি (৫৬)।
মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি।
কি সুন্দর প্রকৃতি!
(দ্য রিপোর্ট/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)