দিরিপোর্ট২৪, প্রতিবেদক : রাজধানীর গুলশানের ১১৭ নং রোডে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলামের বাসার সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সম্পর্কে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা কয়েকজন দুস্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশ কাজ করছে।

অন্যদিকে রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের সামনে গুলিস্তান-এয়ারপোর্ট রুটের (৩নং) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে এ ঘটনাটি ঘটে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৪২৬৩৫।

ঘটনা সম্পর্কে রমনা থানার ওসি মসিউর রহমান জানান, বাসটি এয়ারপোর্ট থেকে গুলিস্তানের দিকে আসছিল। বাসটি শাহবাগ এলাকার বারডেমের সামনে আসার পরে দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।

ঠিক একই সময় ওয়ারির রাজধানী মার্কেটের সামনে আরেকটি বাসে (৮নং) আগুন দেয় দূর্বৃত্তরা। বাসটি যাত্রবাড়ি থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও সন্ধ্যা ৭টায় লক্ষীবাজারে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বায়তুল মোকাররম মসজিদের সামনে আরেকটি যাত্রীবাহী বাস (৮ নং) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রমনা থানার ওসি মসিউর রহমান জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে।

(দিরিপোর্ট২৪/দিপু/এএইচএসএম/অক্টোবর ২৮, ২০১৩)