নাটোরে পিকেটিংয়ের অভিযোগে আটক ৪
নাটোর সংবাদদাতা : নাটোরে মহাসড়কে পিকেটিং ও গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগে ৪ বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, হরতাল ও অবরোধের সময় শহরের হরিশপুর ও তেবাড়িয়া বাইপাসে রাতের বেলা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা, গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)