রাজনৈতিক অস্থিরতায় ফের বাড়ল মূল্যস্ফীতি
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতায় ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি আবারও বেড়েছে। এ সময়ে পয়েন্ট টু পয়েন্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশে, যা নভেম্বরে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।
অন্যদিকে বেড়েছে খাদ্যপণ্যর মূল্যস্ফীতিও। ডিসেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ।
তবে খাদ্য বহির্ভূত পণ্যর মূল্যেস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশে, যা নভেম্বরে ছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ সব তথ্য প্রকাশ করেছে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে সমাজে প্রভাব পড়ে। এর সঙ্গে অর্থনৈতিক বিষয়টি যোগ করলে এ চিত্রই ফুটে ওঠে।’
বিবিএসের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৯২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যেস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ।
শহরের সার্বিক মূল্যস্ফীতি অপরিবর্তিত রয়েছে। যা পয়েন্ট টু পয়েন্টে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৮ শতাংশে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৩ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।
গোলাম মোস্তফা কামাল বলেন, ‘চাল, ডাল, মাছ, মাংস, ফল, মসলা, ভোজ্যতেল, দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী এবং তামাক জাতীয় দ্রব্যাদির মূল্য বাড়ায় মাসিক ভিক্তিতে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে খাদ্য সামগ্রী উপখাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল শূন্য দশমিক ৪৭ শতাংশ।
(দ্য রিপোর্ট/জেজে/এনডিএস/জানুয়ারি ০৭, ২০১৩)