জেনেট ইয়েলেনই ফেডারেল রিজার্ভের প্রধান
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে জেনেট ইয়েলেনকেই চূড়ান্ত করেছেন মার্কিন সিনেটররা।
জেনেটের পক্ষে ভোট দিয়েছেন ৫৬ জন সিনেটর। আর তার বিপক্ষে পড়েছে ২৬টি ভোট। খারাপ আবহাওয়ার কারণে অনেক সিনেটরই এই ভোটাভুটিতে অংশ নিতে পারেননি।
এই ভোটাভুটির মধ্যদিয়ে ৬৭ বছর বয়সী জেনেটের ফেডারেল রিজার্ভের প্রধান হওয়ার সব বাধা দূর হলো। তিনি ফেডোরেল রিজার্ভের বিদায়ী প্রধান বেন বার্নানকের স্থলাভিষিক্ত হবেন।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ১০০ বছরের ইতিহাসে জেনেটই হবেন প্রথম নারী প্রধান।
মার্কিন সিনেটের এই ভোটাভুটিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ব্রুকলিনের অধিবাসী জেনেট সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাউন্সিল অব ইকোনোমিক অ্যাডভাইজারের প্রধান ছিলেন। এছাড়া তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)