খুলনা সংবাদদাতা : পুলিশ র‍্যাবের বাধার মুখে স্থানীয় ১৮ দলের নেতাকর্মীরা মঙ্গলবার পিটিআই মোড় থেকে মিছিল করতে না পেরে প্রতিবাদ সমাবেশ করে।

সকাল ৯টার দিকে পুলিশ পিটিআই মোড়ে অবস্থান নেয় এবং ১৮ দলের নেতা নজরুল ইসলাম মঞ্জুকে জানায় মিছিল করা যাবে না। পরে নেতাকর্মীরা পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়ে কেডিঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল আলম, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

এ সময় পুলিশ র‍্যাব কেডিঘোষ রোড বিএনপি অফিস ঘিরে রাখে।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এমসি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)