দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিরোধী দল বিএনপি দশম জাতীয় সংসদের নির্বাচনী ট্রেন মিস করে যে বোকামি করেছে অচিরেই সেটা টের পাবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দশম নির্বাচনী ট্রেন বিরোধী দল বিএনপি-জামায়াতের এত সহিংসতা সত্ত্বেও গন্তব্যে পৌঁছে গেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এ ট্রেনের শিডিউল নিয়ে কথা বলে আর লাভ হবে না।’

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদেরও অবগতির জন্য বলতে চাই, নতুন করে দশম জাতীয় সংসদের নির্বাচনী ট্রেনের শিডিউলের প্রয়োজন নেই। কারণ বিএনপি-জামায়াত সহিংসতা-নৈরাজ্যের পথ পরিহার করে সমঝোতার পথে না এলে সরকার এ সব দমনে আরও হার্ডলাইনে যেতে বাধ্য হবে।’

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নতুন শপথে বলীয়ান হওয়ার সময় মন্তব্য করে তিনি বলেন, ‘এই জানুয়ারি মাস চলে গেলে, নতুন সরকার শপথ নিলে ঢাকা মহানগরসহ, সারাদেশে দলীয় সংগঠনগুলো ঢেলে সাজানোর কাজে হাত দেওয়া হবে। এ জন্য আওয়ামী লীগের ইঞ্জিন ঢাকা মহানগরকে প্রথমেই সচল করা হবে। কারণ ইঞ্জিন সচল না থাকলে বডিও অচল হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা গত মাস থেকে দেখেছি, বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম করার ক্ষমতা নেই। এ জন্য কেউ কিছু মনে করবেন না। দলের দুর্বলতা কাটিয়ে উঠতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন নেতা যত বাড়ছে কর্মী তত কমছে। আজকাল নেতারা পোস্টার লাগাতে লজ্জা পান, মাইকিং করতেও তাদের লজ্জা লাগে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা পার্টটাইম আওয়ামী লীগ করেন, এটা ভুলে যান। সামনে নেত্রীর নির্দেশ আছে নতুন করে সংগঠন ঢেলে সাজানোর। সঠিক কর্মী এবং নেতৃত্বই হবে মূল্যায়নের মাপকাঠি।’

মহানগর আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)