কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের পেকুয়া উপজেলায় জসীম উদ্দিন (২১) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জসীম উদ্দিন ওই এলাকার মাহমুদুল হকের ছেলে।

পেকুয়া উপজেলার টইট্যং ইউনিয়নের ভেলেয়ার পাড়া এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা গলাকেটে জসীমকে হত্যা করেছে। স্থানীয়দের কাছে তথ্য পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/এএল/জানুয়ারি ৭, ২০১৩)