সমতা লেদারের দর বাড়ার কারণ নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সমতা লেদার কর্তৃপক্ষ। শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া নোটিশের জবাবে মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এ জবাব দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসে এ শেয়ারের দর ৫০ শতাংশ বেড়েছে। গত ২৬ ডিসেম্বর শেয়ারটি সর্বশেষ ১৮ টাকায় লেনদেন হলেও সোমবার সর্বশেষ ২৬.৯ টাকায় লেনদেন হয়।
গত এক মাসের বাজার চিত্রে এ শেয়ারের দরে অস্বাভাবিক উত্থান পতন লক্ষ্য করা গেছে। গত ৮ ডিসেম্বর থেকে শেয়ারটির দর একটানা ৫ কার্যদিবস বাড়ে। এরপর একটানা ৫ কার্যদিবস দর পতন হয়। গত ২৬ ডিসেম্বর থেকে পুনরায় একটানা ৫ কার্যদিবস বেড়েছে এর দর।
মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ১.৯ টাকা কমে ২৫ টাকায় লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ৭, ২০১৪)