বরিশাল সংবাদদাতা : বরিশালে বৃদ্ধা মা ও ছেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রাম থেকে মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মৃত অনিল মৃধার স্ত্রী মনিকা মৃধা (৬৫) এবং তার ছেলে সুশীল মৃধা (৩৫)।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গত দুদিন ধরে মনিকা মৃধার ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। অথচ ঘরের মধ্যে মোবাইল ফোনের রিং প্রায়ই বাজতো।

এ ছাড়া ঘরের বাইরে পরিবারের সদস্যদের কাপড় দুদিন ধরে শুকাতে দেওয়া রয়েছে। বিষয়টি দেখে সন্দেহ হলে স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ পুলিশে খবর দেয়। পুলিশ সকালে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে লাশ দেখতে পায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত মনিকা মৃধার বড় ছেলে সমীরন এ ঘটনা ঘটাতে পারে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

ওই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য টিপু সুলতান, পুলিশ সুপার এহসানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/পিআর/এনডিএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)