টোয়েন্টি২০তে নেই উইলিয়ামসন-মিলস
দ্য রিপোর্ট ডেস্ক : ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও ফাস্ট বোলার কাইল মিলসকে বাইরে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টোয়েন্টি২০ খেলবে নিউজিল্যান্ড। এই মাসের শেষ দিকে ২টি টোয়েন্টি২০ ম্যাচে মুখোমুখি হবে ২ দল।
নির্বাচক ম্যানেজার ব্রুস এডগার বলেছেন, ‘ওয়ানডেতে ধারাবাহিক পারফর্ম চাইছে ম্যানেজমেন্ট। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ২০ ওভারের ম্যাচের চেয়ে ওয়ানডে সিরিজকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড টোয়েন্টি২০ দল: ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, মার্টিন গুপটিল, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককুলাম, অ্যাডাম মিলন, কোলিন মুনরো, জেমস নিশান, লুক রঞ্চি, জেসি রাইডার, টিম সাউদি ও রস টেলর।
(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৭, ২০১৪)