মোরেলগঞ্জে মাদরাসা অধ্যক্ষের পায়ের রগ কর্তন
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল বারী (৬০) নামে এক মাদ্রাসা অধ্যক্ষের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের গুলিশাখালী এলাকায় মঙ্গলবার দুপুর পৌনে একটায় এ ঘটনা ঘটে।
আব্দুল বারী গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়াতুল মোদ্রারেসি ইসলামি সংগঠনের মোরেলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি।
গুরুতর আহত অবস্থায় তাকে পাশের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে স্থানান্তর করেন।
স্থানীয়রা জানান, আব্দুল বারী মাদরাসায় থাকাকালীন দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য তিনি পাশের লুৎফর হাওলাদারের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। দুর্বৃত্তরা জানাতে পেরে সেখানে গিয়ে তার ওপর হামলা চালায় এবং প্রকাশ্যে তার দু’পায়ের রগ কেটে দেন।
এ সময় ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। এতে ৩ নারীসহ অন্তত ৬ জন আহত হন।
অধ্যক্ষের ছেলে মামদুদ রহমান জানান, ক্ষমতাসীন দলের লোকেরা তার বাবার ওপর হামলা চালিয়েছে। নির্বাচনোত্তর সহিংসতার জেরে বাবার পায়ের রগ কাটা হয়েছে বলেও জানান তিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে আটক করা যায়নি।
(দ্য রিপোর্ট/এএস/এনডিএস/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)