নোয়াখালীতে ট্রাকচাপায় দুই যুবক নিহত
নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার বজরা ইউনিয়নের নবাবগঞ্জ বাজার এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ফতেপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে আলমগীর (২৪) ও বরিশাল সদর উপজেলার জিয়াউল হকের ছেলে জসিম উদ্দিন (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাবলীগ জামায়াতে আসা ওই দুই যুবক নবাবগঞ্জ বাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/ওআই/কেএন/সা/জানুয়ারি ৭, ২০১৪)