রংপুর সংবাদদাতা : রংপুরের বিভিন্ন এলাকা থেকে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের কন্ট্রোল রূম সূত্রে জানা গেছে, মিঠাপুকুর থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ৪ জন, কাউনিয়া থানা এলাকা থেকে ১৯ জন এবং জিআর সিআর ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত এ অভিযান চলে।

(দ্য রিপোর্ট/এসএমজেএইচ/ডব্লিউএস/সা/জানুয়ারি ০৭, ২০১৩)