‘মধ্যবর্তী নির্বাচন হবে না’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ‘সংসদ তো পাঁচ বছরের জন্য। জনগণ আমাদের ৫ বছরের জন্য সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মধ্যবর্তী নির্বাচন হবে কেন?’
রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের নিচে মঙ্গলবার দুপুর ২টার দিকে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে তিনি রওশন এরশাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমরা রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে গেছি। আমরা তার নেতৃত্বেই সংসদে যাব।’
তিনি বলেন, ‘এরশাদ সাবেক রাষ্ট্রপতি ছিলেন। তার তো বিরোধী দলের নেতা হতে আপত্তিও থাকতে পারে। তা ছাড়া ঐকমত্যের সরকারে বিরোধী দলের তেমন গুরুত্ব থাকে না।’
এর আগে দুপুরে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি মধ্যবর্তী নির্বাচন দেওয়া উচিত।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ০৭, ২০১৩)