দুর্নীতির অভিযোগে তুরস্কের ৩৫০ কর্মকর্তা বহিষ্কার
দ্য রিপোর্ট ডেস্ক : দুর্নীতিবিরোধী অভিযানে তুরস্কের রাজধানী আঙ্কারায় ৩৫০ জন পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
রাতারাতি তুরস্কের সরকার তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ সব কর্মকর্তার জায়গায় রাজধানীর বাইরের ২৫০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার মধ্যরাতে এক ডিক্রি জারি করার পর এ সব পুলিশ কর্মকর্তাদের বহিষ্কার করা হয়।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মাসে তুরস্কে কয়েকশ’ পুলিশকে বহিষ্কার করা হয়।
দেশটির প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান পুলিশ ও বিচারবিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। তিনি এ সব পুলিশ ও বিচারবিভাগের কর্মকর্তার বিরুদ্ধে ‘নোংরা পরিকল্পনার’ অভিযোগ আনেন।
এর আগে দেশটির তিন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ওই মন্ত্রীরা পদত্যাগ করেন। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)