ঠাকুরগাঁও সংবাদদাতা : হঠাৎ করে ঠাণ্ডা বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এক শিশু মঙ্গলবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছে। শিশুটির বয়স ১৮ মাস।

হাসপাতালের সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে আরও ১৮৬ শিশু।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ- হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে না।

(দ্য রিপোর্ট/এনএইচ/ডব্লিউএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)