রাজশাহীতে আসামির বাবা-মাকে পিটিয়েছে পুলিশ
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর বায়ায় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মামলার আসামিকে না পেয়ে তার বাবা-মাকে পিটিয়েছে পুলিশ। এ সময় বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪ জানুয়ারি রাতে বায়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। ঘটনায় দায়ের করা মামলার আসামি জারজিসকে (২২) ধরতে মঙ্গলবার সকালে তার বায়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় জারজিসকে বাসায় না পেয়ে পুলিশ তার বাবা মোজাহার আলী (৪৮) ও মা জাকিয়া বেগমকে (৪২) মারধর করে। তারা অভিযোগ করেন এ সময় পুলিশ তাদের গালিগালাজসহ বাড়ির আসবাবপত্র ভাংচুর ও ৭ হাজার টাকা নিয়ে যায়।
জানা গেছে, পরে নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুর বাড়িসহ ওই এলাকার আরও কয়েকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও তসলিম উদ্দিনসহ ১০ জনের মতো আওয়ামী লীগ কর্মী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযানে নেতৃত্বে থাকা নগরীর শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা নূরুল করিম। তিনি বলেন, আসামিদের ধরতে গেলে তাদের পরিবারের সদস্যরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাদের ঠেকায়। পরে স্থানীদের মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচজে/ডব্লিউএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)