কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও স্টেশনে শিবির ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের জানিয়েছেন, দুপুর ১টার দিকে ঈদগাঁও স্টেশনে শিবিরকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্টেশনের মোড়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কনস্টেবল অঞ্জন বড়ুয়া ও রাখাল মিত্র আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ। তবে তিনি আটকদের নাম জানাতে পারেননি। তিনি বলেন, আটক সবাই শিবিরকর্মী।

শিবিরের কক্সবাজার জেলা সভাপতি দিদারুল ইসলাম জানিয়েছেন, ঈদগাঁও স্টেশনে শিবিরের মিছিল বের করলে পুলিশ বিনা কারণে বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। এতে তাদের ৮ কর্মী আহত হয়েছেন।

তিনি আহতদের নাম না বলে জানান, আহতরা সবাই শিবিরকর্মী। এদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএএম/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)