খন্দকার মাহবুবের মুক্তির দাবি
দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির দক্ষিণ হলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, সরকারের প্রহসনের নির্বাচন নিয়ে কথা বলায় সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
সাবেক এ অ্যাটর্নি জেনারেল বলেন, বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দি ও সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করে ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে জনগণ ও বিশ্ব তা প্রত্যক্ষ করেছে।
গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তিতে আগামীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, সহ-সভাপতি ওলিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)