নীলফামারীতে চার মামলায় আসামি ৬০০
নীলফামারী সংবাদদাতা : নির্বাচনী সহিংসতায় ১৮ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকা থানায় ৪টি মামলা করেছে প্রিজাইডিং অফিসাররা। এজাহারে ১৮ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।
ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি, হামলা, ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট পেপার পোড়ানো ও প্রিজাইডিং অফিসারকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জলঢাকা থানায় মামলা করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, জামায়াত-শিবিরের ক্যাডাররা এই নাশকতা চালিয়েছে। তাদের সঙ্গে ছিলেন ১৮ দলীয় জোটের অন্যান্য দলের নেতাকর্মীরা। এ ছাড়া হত্যাসহ অন্যান্য অভিযোগে আরও ৪টি মামলার প্রক্রিয়া চলছে।
(দ্য রিপোর্ট/এমএএএম/ডব্লিউএস/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)