নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়নি : ওবায়দুল কাদের
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এটা বলা যাবে না। তবে নির্বাচন সর্বজনগ্রাহ্য হয়নি। বিরোধী দল এ নির্বাচনকে সীমাবদ্ধতা এনে দিয়েছে।’
ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার আশপাশের কয়েকটি জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং সংসদ্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে সভার আয়োজন করা হয়।
দশম জাতীয় সংসদ বিরোধী দল কে হবে এমন-এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি এখন আর মহাজোটে নেই। সুতরাং তারাও বিরোধী দল হতে পারে। আবার ঐকমত্যের সরকার হলে তারা থাকতে পারে, সেখানেও কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘আমরা এত দিন চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। সামনেও আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলতে হবে। প্রধানমন্ত্রী বিরোধী দলকে যে প্রস্তাব দিয়েছেন তা মাথায় রেখেই চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিকূলতার স্রোতে সাঁতার কেটে এগিয়ে যাব।’
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মধ্যবর্তী কোনো সময় রেখা নেই। তবে সমঝোতা হলে নির্বাচন হতে পারে। নির্বাচন হয় পাঁচ বছরের জন্য কিন্তু আমরা কখনও বলিনি পাঁচ বছর থাকব। যদি বিরোধী দল সহিংসতা ও উগ্রবাদীদের ত্যাগ করে তাহলে আমরা সংলাপের উদ্যোগ নেব। আর বিরোধী দলকে তো প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েই রেখেছেন।’
বিরোধী দলের আন্দোলনের সাহস ও সক্ষমতা নেই দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা আন্দোলনও করেছে আউটসোর্সিং করে। আর এখন আন্দোলনে ডাকও দিচ্ছে আউটসোর্স-এর মাধ্যমে। আন্দোলন করতে হলে জনসম্পৃক্ততা লাগে কিন্তু তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করিব নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মমতাজ বেগম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি ও নাজমুল আলম।
(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)