সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ জনতা একটি ট্রাক ভাঙচুর করেছে। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের সলঙ্গায় ট্রাক চাপায় নুর মোহাম্মদ নামে এক পথচারী নিহত হয়েছেন। সে একাই এলাকার লাঙ্গলমোড়া গ্রামের মৃত বানু মন্ডলের পুত্র। ঢাকা থেকে বগুড়াগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৭৫২) হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে ওই পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে চালক শুকুর মাহমুদ ও হেলপার আব্দুর রহিমকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃতরা বগুড়ার সাজাহানপুর থানার অধিবাসী। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে একটি ট্রাক অজ্ঞাত ব্যক্তিকে চাপা দিয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এপি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)