কলাপাড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : কলাপাড়া থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের একটি ডোবা থেকে এটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোসলেম কবিরাজ (৬০)। তিনি পেশায় ডাব ও সবজি বিক্রেতা।
নিহতের স্বজনরা জানান, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে। দুপুরে স্থানীয়রা মৃতদেহটি ডোবায় ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এমকে/এফএস/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)