আবারও ৮০০ কর্মকর্তাকে বদলি করলেন কেজরিওয়াল
দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লি জল বোর্ডের আটশ কর্মকর্তাকে সোমবার জরুরি ভিত্তিতে বদলি করেছে আম আদমি পার্টি (এএপি) সরকার। দিল্লির জনগণের মাঝে জল বোর্ডের পানি সরবরাহের কাজে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে এ বদলি করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, দিল্লি জল বোর্ডের প্রধান নির্বাহী ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে এ বদলি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জল বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যে সব কর্মকর্তারা তিন বছরেরও বেশি সময় একই অফিসে কাজ করছেন তাদেরকেই বদলি করা হয়েছে।
এই বদলি কার্যক্রমের মাত্র একদিন আগে জল বোর্ডের তিন কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের ভিডিও চিত্র প্রকাশ করেছিল দিল্লির একটি টিভি চ্যানেল। মূলত ওই অভিযোগের ভিত্তিতে জল বোর্ডের বড় ধরনের রদ-বদল আনার সিদ্ধান্ত নেন কেজরিওয়াল
সম্প্রতি দিল্লির প্রতি ঘরে সপ্তাহে সাতশ লিটার পানি সরবরাহের অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছে এএপি। আর এ বৃহৎ অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব দিল্লির জল বোর্ডের উপর ন্যস্ত।
(দ্য রিপোর্ট/এআইএম/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)